ওয়েব ব্রাউজারে অ্যাডঅন, এক্সটেনশন ও প্লাগইন ইন্সটল করে ব্রাউজারে নতুন নতুন ফিচার যোগ করা যায়।
টর ব্রাউজারে আগে থেকেই দুটি অ্যাডঅন ইন্সটল করা থাকে: NoScript ও HTTPS Everywhere।
টর ব্রাউজারে আপনার আর কোনো অ্যাডঅন ইন্সটল করা উচিত নয়, কারণ তাতে এর গোপনীয়তা-সংক্রান্ত বিভিন্ন ফিচারের কাজে বিঘ্ন ঘটতে পারে।